চট্টগ্রামে প্রাইম ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
- ২৬ জুন ২০২৪, ০০:০৫
প্রাইম ব্যাংকের এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামে ‘এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড এওয়ারনেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের একটি কনফারেন্স হলে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফুজ্জামান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো: জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো: ইকবাল হোসেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা