নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা আরো বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গত ২২ জুন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কমার্শিয়াল কমপ্লেক্সে নতুন ঠিকানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা: জসিম উদ্দিন ভূঞা, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ড. এস এম আবু জাকের, চট্টগ্রাম ইপিজেডের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শেখ মো: আব্দুন নুর, জেএমএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মাহমুদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা