১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্রেতার চাপ, সূচকের লম্ফন কিন্তু বেচাকেনা তলানিতে

-

- ডিএসইর লেনদেনে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন
- ডিএসইর মূলধন ০.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- ৮৮ শতাংশ ক্রেতার চাপ থাকলেও বিক্রেতা মাত্র ১২ শতাংশ

বিনিয়োগকারীদের ঈদের ছুটির পর প্রথম লেনদেনে সূচকের উচ্চ লম্ফনে আশার আলো দেখাচ্ছে পুঁজিবাজার; কিন্তু এক দিনের এ লম্ফনে বিনিয়োগকারীরা এখন আর উচ্ছ্বসিত হন না। দুই বাজারেই সূচক বেশ উল্লেখ করার মতোই বেড়েছে। তবে এটা কতটা স্থায়ী হয় প্রশ্ন সেখানে। ডিএসইতে ৫১.১৮ শতাংশ কোম্পানির ও সিএসইতে ৪৮.৯৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ আড়াই শ’ কোটি টাকার নিচে চলে এসেছে। ডিএসইতে লেনদেন কমে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে, যা আশঙ্কার। তবে বাজারে গতকাল ক্রেতার চাপ ছিল ৮৮ শতাংশ। বিপরীতে বিক্রেতা ছিল মাত্র ১২ শতাংশ। বাজার বিশ্লেষক রয়্যাল ক্যাপিটাল বিশ্লেষণে বলছে, ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়ে ঈদ-পরবর্তী প্রথম দিন শেষ করল পুঁজিবাজার। ডিএসইর মূলধন গত দিনের তুলনায় ০.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ভলিউম ২৬ শতাংশ এবং টার্নওভার ৪২ শতাংশ কমেছে।
দুই বাজার লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, পুরো দিনের লেনদেনে সূচকের পথচলায় ছিল উত্থান আর পতন। যেখানে বিনিয়োগকারীরা বেশ আতঙ্কের মধ্যেই ছিলেন। প্রথম এক ঘণ্টায় ডিএসইতে মাত্র ৭৫ কোটি ৭১ লাখ টাকায় দুই কোটি পাঁচ লাখ ৪৮ হাজার ৯১৯টি শেয়ার হাতবদল হয়। আর দুই ঘণ্টা ৩৮ মিনিটে তিন কোটি ৭১ লাখ চার হাজার ৩০১টি শেয়ার হাতবদলে আসে ১২৬ কোটি ৭৬ লাখ টাকা। শেয়ারের দর বৃদ্ধিতে কোম্পানির সংখ্যা পতনের চেয়ে কিছুটা বেশি ছিল। ডিএসইর মূলধন গত দিনের তুলনায় ০.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে, ভলিউম ২৬ শতাংশ এবং টার্নওভার ৪২ শতাংশ কমেছে। দিনশেষে ডিএসইতে তিনটি সূচকের উত্থানে স্বস্তি পায় কিছুটা। ডিএসইএক্স ৪৩.৫৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৬১.৩৮ পয়েন্টে, শরীয়াহ সূচক ১৩.২৫ পয়েন্ট বেড়ে ১১২১.৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.২৪ পয়েন্ট বেড়ে ১৮৪৯.১৩ পয়েন্ট পৌঁছেছে।
চড়াই-উতরাইয়ে শেয়ার বিক্রি মাত্র একক অঙ্কের ঘরে। মাত্র সাত কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৮৪টি শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ড বেচাকেনা হয়েছে ২৪৬ কোটি ৪৪ লাখ পাঁচ হাজার ৩১২ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩৯২টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধিতে ছিল ২৩২টি বা ৫১.১৮ শতাংশ, দর পতনে ৯৬টি এবং দর অপরিবর্তিত ৬৪টির। আর মিউচ্যুয়াল ফান্ড ৩৭টি লেনদেন হলেও দর বেড়েছে ১৯টির, দর পতনে সাতটি এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর ব্লক মার্কেটে ২২টি কোম্পানির ২৫ লাখ ২৭ হাজার ৮০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড গতকাল হাতবদল হয়েছে মোট ১৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকায় বাজারমূল্যে। তবে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। সেই কোম্পানিগুলো হলোÑ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, শমরিতা হসপিটাল, স্কায়ার ফার্মা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির দুই কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআইসহ সবগুলো সূচকই তার হারানো পয়েন্ট কিছুটা ফিরে পেয়েছে। সিএএসপিআই ৬১.২২ পয়েন্ট পেয়ে এখন চৌদ্দ হাজার ৬০৮.৪৮ পযেন্টে, সিএসসিএক্স ৩৮.২৬ পয়েন্ট ফিরে পেয়ে আট হাজার ৭৮৬.৩১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৮.৩০ পয়েন্ট ফিরে পেয়ে এখন ১১ হাজার ৪১০.৪৭ পয়েন্টে উঠে এসেছে। লেনদেনে অংশ নেয়া ১৪৫টি কোম্পানির মধ্যে ৫৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। সাত লাখ ৯৪ হাজার ৬৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড বেচাকেনা হয়েছে মোট ছয় কোটি ৮৭ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকা বাজারমূল্যে। ঈদের আগে সর্বশেষ লেনদেন হয় ১১৬ কোটি ৮৭ লাখ টাকার।
বিশ্লেষক রয়্যাল ক্যাপিটাল বলছে, ঢাকা শেয়ারবাজারের প্রধান সূচক (ডিএসইএক্স) ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শুরু করে, যা দিনের শেষে গতিশীলতা পায়। দুপুর ১২টা পর্যন্ত সূচক পাঁচ হাজার ১২০ থেকে পাঁচ হাজার ১৪০-এর মধ্যে ওঠানামা করলেও বেলা বাড়ার সাথে সাথে সূচক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে। লেনদেনের পরিমাণ প্রায় ১৮০ কোটি টাকা কমলেও সূচকের প্রবৃদ্ধি অব্যাহত থাকলে দ্রুতই লেনদেনও আশানুরূপ পর্যায়ে পৌঁছাতে পারে। ১৯টি সেক্টরের মধ্যে ১৮টি সেক্টরের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে এবং একটি সেক্টরের বাজারমূলধন কমেছে। তবে এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ২০.৬২ পয়েন্ট কমে ১৪৪৫.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেন হয়েছে ২.১ কোটি টাকা, যা গত দিনের তুলনায় ৫৯ শতাংশ কম।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল