পরিবেশ সুরক্ষায় একসাথে কাজ করবেপ্রাণ-আরএফএল ও আমল ফাউন্ডেশন
- ২০ জুন ২০২৪, ০০:০৩
বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থাপনা ও উৎসে বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল ও স্বেচ্ছাসেবী সংগঠন আমল ফাউন্ডেশনের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১২ জুন রাজধানীর বাড্ডার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ও আমল ফাউন্ডেশনের পরিচালক ইশরাত করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থাপনা : বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে একটি সবুজ আগামী শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে প্রাণ-আরএফএল ও আমল ফাউন্ডেশন। এ প্রকল্পের লক্ষ্য একটি বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা প্রতিষ্ঠা ও উৎসে বর্জ্য পৃথকীকরণে সাধারণ মানুষকে সচেতন করা, যার মাধ্যমে আরও টেকসই এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।
কামরুজ্জামান কামাল বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি বা ইপিআর এর অংশ হিসেবে আমরা এ প্রকল্পটি গ্রহণ করেছি। এ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা আমল ফাউন্ডেশন এর সাথে যৌথভাবে কাজ করব।
ইশরাত করিম বলেন, এ সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে বর্জ্য উৎস থেকে আলাদা করার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের আচরণ পরিবর্তন করা। তাছাড়া দুই বছরব্যাপী এ প্রকল্পে আমল ফাউন্ডেশন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় জরিপ পরিচালনা, বিন প্রদান, বর্জ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদানসহ নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবে।
প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নুরুল আফসারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা