১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল কম্পিউটার্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

-

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং অ্যাকাডেমিক কার্যক্রমকে তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আরো গতিশীল ও স্মার্ট ক্যম্পাসেরুপান্তরের উদ্দেশ্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আধুনিক ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে শীর্ষস্থানীয় আইটি জায়েন্ট ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ১২ জুন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: মশিউর রহমান এবং ড্যাফোডিল কম্পিউটার্স এর পক্ষে মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. রাকিব আহমেদ ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আলোকে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটি উন্নত ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি ও বাস্তবায়ন করে দেবে যার মাধমে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ছাত্র তথ্য ব্যবস্থাপনা, কোর্স নিবন্ধন, গ্রেডিং, সময়সূচি, পরীক্ষা ও স্বয়ংক্রিয় উপায়ে ফলাফল তৈরি , ব্লক চেইনের মাধ্যমে সনদপত্র যাচাইকরণ, মানবসম্পদ ব্যবস্থাপনা, হিসাব ও অর্থ ব্যবস্থাপনাসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক এবং অ্যাকাডেমিক প্রক্রিয়া ডিজিটালাইজডসহ সব কার্যক্রম সহজ ও গতিশীল হবে ।
উল্লেখ্য, ইতোমধ্যে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমে শন সিস্টেমস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিউপি ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল (বাটেটেক্স), আর টি এম আল কবির টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, হরসিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সোমালিয়া) , ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তির সমন্বয়ে ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, লারনিং ম্যানেজমেন্ট সিস্টেম ও দূরশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল