১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেয়ার বিক্রির জন্য ৯০ বিনিয়োগকারী ঘুরছেন

-

- বাজেট-পরবর্তী ২ দিনে ১৪ হাজার কোটি টাকা মূলধন উধাও
- ৮৭.৪৩ শতাংশ কোম্পানি শেয়ারদর হারিয়েছে

আতঙ্কে রয়েছেন দেশের পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। বাজেট-পরবর্তী পুঁজিবাজারের অব্যাহত দরপতন এবং ক্রেতাহীনতায় চরম হতাশা তৈরি হয়েছে। বাজেট ঘোষণার দিন বাজার তারল্য যা ছিল, বাজেট-পরবর্তী দুই দিনে পুঁজিবাজারের মূলধন ১৪ হাজার ৪১ কোটি টাকার বের হয়ে গেছে। আর ডিএসইর সূচক দুই দিনে পয়েন্ট হারিয়েছে ১৩১.৫০ পয়েন্ট। সিএসই হারিয়েছে ২৬৭ পয়েন্ট। ৯০ শতাংশ সাধারণ বিনিয়োগকারী শেয়ার ছেড়ে পুঁজি তুলে নেয়ার জন্য ঘুরছেন। কিন্তু ক্রেতা না পেয়ে পথে বসেছেন। ১০ কোম্পানির দর পতনে ডিএসইতে সূচক কমেছে ৩০ পয়েন্টের বেশি। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, আল-আরাফা ইসলামী ব্যাংক, রেনাটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিকন ফার্মা, গ্রামীণফোন, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। ভয়াবহ এই পতনের জালে তারা আটকে আছে। ঈদের আগেও কোনো ধরনের মুনাফা তো দূরের কথা পুঁজি ফিরে পাওয়ার শঙ্কায় আছে।

লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, দেড় মাসের বেশি সময় ধরে পঁজিবাজারে মন্দা অবস্থা বিরাজ করছে। বাজারে যখন মন্দা চলছে, সেই সময় প্রস্তাবিত বাজেটে ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপ করা হয়েছে। ফলে বাজারে পতনের মাত্রা আরো বেড়ে গেছে। গতকালও দিনেই শুরুতেই বাজার পতনে ছিল। বের হতেই পারছে না। ডিএসইতে ডিএসইএক্স সূচক গতকাল কমেছে ৬৫.৬৭ শতাংশ। দুই দিনে কমেছে ১৩১ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। আর শরিয়াহ সূচক ১৭.১৮ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ২৩.৬০ পয়েন্ট কমেছে। ক্রেতা না থাকায় বাজারে বেচাকেনা তলানিতে নেমেছে। মাত্র ৯ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ১৮৫টি শেয়ার, মিউটুয়াল ফান্ড ও বন্ড হাতবদল হয়েছে ৩১৮ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকায়, যা রোববারের তুলনায় প্রায় ৪০ কোটি টাকা কম। রোববার লেনদেন হয় ৩৫৭ কোটি ৮০ লাখ টাকার।

ডিএসইতে ৩৯১টি কোম্পানি লেনদেনে অংশ নিলেও ৮৭.৪৩ শতাংশ বা ৩৪২টি কোম্পানি দর পতনের শিকার হয়। এর মধ্যে ২০২টি ছিল এ শ্রেণীর কোম্পানি। আর দর বেড়েছে মাত্র ২৬টি এবং দর অপরিবর্তিত ২৩টি কোম্পানির। দুই দিনে বিক্রি করা টাকা বাজারে আর প্রবেশ করেনি। ফলে ডিএসইর তারল্য কমেছে ১২ হাজার ৬৫৩ কোটি টাকা। বাজেট ঘোষণার পরই এই অর্থ বাজার থেকে চলে গেছে।
এদিকে, ডিএসইর ব্লক মার্কেটে গতকাল ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯০ লাখ ৬৪ হাজার ৩৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৪৭ কোটি দুই লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ কোম্পানির। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল হোটেল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স, খান ব্রাদার্স এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। গতকাল এই ১০ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৫ লাখ টাকারও বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টকেও একই পরিস্থিতি বিরাজ করছে। প্রধান সূচক বাজেট-পরবর্তী দুই দিনে ২৬৬ পয়েন্ট হারিয়েছে। গতকাল সিএএসপিআই ১৬১.৩৬ পয়েন্ট হারিয়ে এখন ১৪ হাজার ৬৭৮ পয়েন্টে, সিএসসিএক্স ৯৬.১৯ পয়েন্ট হারিয়ে আট হাজার ৮২৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৯.১৮ পয়েন্ট হারিয়ে এখন ১১ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনে অংশ নেয়া ২১৪টি কোম্পানির মধ্যে দর হারিয়েছে ১৬৭টি, দর বেড়েছে ২২টি এবং দর অপরিবর্তিত ২৫টি। ২৫ লাখ ৭৬ হাজার ৩২৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ২৪ কোটি ৫৪ লাখ ২৬ হাজার ১৩১ টাকা বাজারমূল্যে। শুধু দুই দিনের পতনের ধারায় সিএসইর তারল্য কমেছে ১১ হাজার ৩৮৯ কোটি টাকা।
বাজারের প্রাতিষ্ঠানিক বিশ্লেষক রয়েল ক্যাপিটাল বলছে, ডিএসইতে বিক্রেতা ৭৯ শতাংশ থাকলেও বিক্রির চাপ ছিল ৯০ শতাংশ। আর ক্রেতা ১৪ শতাংশের উপস্থিতি থাকলেও ১০ শতাংশের বেশি ক্রেতা এই বাজারে শেয়ার কিনতে আগ্রহী না। ১৯টি খাতের মধ্যে ১০টি খাতের কোম্পানির বিনিয়োগকারীরা ক্রেতা খুঁজে পাচ্ছে না।

 


আরো সংবাদ



premium cement
ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

সকল