পোর্ট সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রছাত্রীদের চট্টগ্রাম আদালত পরিদর্শন
- ১১ জুন ২০২৪, ০০:০০
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) আইন বিভাগের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম আদালত পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুন প্র্যাকটিক্যাল সেশন ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই পরিদর্শনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৪তম ও ২৫তম ব্যাচের ছাত্রছাত্রীরা।
এ সময় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং সাইবার ট্রাইব্যুনাল সরেজমিন পরিদর্শন করেন শিক্ষার্থীরা। আদালত পরিদর্শনকালে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূইয়া, চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ ইব্রাহীম খলিল এবং চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আদালতের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করেন।
বিভাগের চেয়ারম্যান জিয়াউল করিম জিয়ার নেতৃত্বে এই পরিদর্শনে আরো অংশগ্রহণ করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিজ্ঞপ্তি।