সাতক্ষীরায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার উদ্যোগে গতকাল সাতক্ষীরায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিনিয়োগ গ্রহণকারী কৃষকরা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলেহ উদ্দিন এবং এস এম ই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায়। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ আজিজুল হক। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা