তরুণদের প্লাস্টিক দূষণ সম্পর্কে সজাগ করতে ইউনিলিভার বাংলাদেশের ‘অ্যাওয়্যারওয়েভ ক্যাম্পেইন’
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) পরিবেশগত সঙ্কট মোকাবেলায় ‘অ্যাওয়্যারওয়েভ’ শীর্ষক একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে। প্রতিষ্ঠানের কর্মীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘প্রয়াস’ এর আওতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) ও সানসিল্ককে সাথে নিয়ে এ অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্ব পরিবেশ দিবস, ২০২৪ এর সাথে সঙ্গতি রেখে ২ জুন, থেকে ৬ জুন পর্যন্ত চট্টগ্রাম ও ঢাকার ১০টি স্কুলের এক হাজার শিক্ষার্থীদের নিয়ে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়। শিক্ষার্থীদের শুধু প্লাস্টিক দূষণ সম্পর্কে জানানো এ উদ্যোগের উদ্দেশ্য নয়, বরং এর লক্ষ্য হলো প্লাস্টিকের দূষণের বিরুদ্ধে লড়াইয়ে পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন করা।
ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, “প্লাস্টিক প্যাকেজিং এবং এই বর্জ্যরে অব্যবস্থাপনা এখন পরিবেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেশন চলাকালীন, আমি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করেছি। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করতে আগ্রহী। তাদের নিয়ে আমরা একসাথে এমন এক পরিবর্তনের ধারা গড়ে তুলতে পারি- যার মাধ্যমে সবার অংশগ্রহণে প্লাস্টিক দূষণের এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা