বাজেটের দিন ইতিবাচক পথে ফিরল পুঁজিবাজার
ক্রেতার চাপ ৬০ শতাংশ বিক্রেতা ৪০ শতাংশ- বিশেষ সংবাদদাতা
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
বাজেটের আগের দিন ডিগবাজি দিলেও বাজেট ঘোষণার দিন ইতিাবচক পথে ফিরল দেশের আলোচিত পুঁজিবাজার। কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে এ ধরনের প্রচারণায় বাজার ঘুরে দাঁড়ায়। তবে সিএসইতে সূচকের এই বৃদ্ধি চোখে পড়ার মতো না।
ডিএসইতে প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়েছে। বাজারে ক্রেতার চাপ ছিল ৬০ শতাংশ বিপরীতে বিক্রেতা ছিল ৪০ শতাংশ। বাজার মূলধন যৎসামাান্য বেড়েছে। টাকায় বেচাকেনা ডিএসইতে সাড়ে ৫০০ কোটি টাকা ছুঁই ছুঁই করছে।
পর্যালোচনায় দেখা যায়, ঢাকার পুঁজিবাজার গতকাল দিনের শুরুতে সূচক প্রায় ৫০ পয়েন্ট হারালেও লেনদেনের শেষ ঘণ্টায় ১৩ পয়েন্ট বেড়ে সূচক পাঁচ হাজার ২৩০ পয়েন্টের উপর অবস্থান করছে। মূল্যস্ফীতি ও সুদের হারের ক্রমাগত বৃদ্ধি পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগের আগ্রহকে বাধাগ্রস্ত করছে। এ রকম মনোভাব পরিবর্তনে ঘোষিতব্য বাজেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। অপর দিকে গতকালে লেনদেনের পরিমাণ বিগত কার্যদিবসের তুলনায় ৪২.২ শতাংশ বা ১৬১ কোটি টাকা বেড়ে ৫৪৩ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানায় প্রাতিষ্ঠানিক বিশ্লেষক রয়েল ক্যাপিটাল।
লেনদেনের তথ্য থেকে বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২.৯৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৩৭.৩২ পয়েন্টে উঠে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৬.৭৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩.৫৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৭.৭৭ পয়েন্টে অবস্থান করছে। ১৪ কোটি ১৩ লাখ ২৬ হাজার ৮১১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৬০ লাখ টাকায়। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৮১ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৬১ কোটি ২৬ লাখ টাকা।
আর ব্লক মার্কেটে গতকাল ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫১ লাখ ৭৮ হাজার ৬১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড মোট ৫২ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকায় লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ টাকারও বেশি। তবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির ২৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৩টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ২৬ লাখ ৭৫ হাজাার ১৩৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ১৪ কোটি ৩২ লাখ ২০ হাজার ৭৭২ টাকায়। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৫৯ কোটি ৬৫ লাখ টাকা।
বিশ্লেষণে রয়েল ক্যাপিটাল বলছে, ঢাকার শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী ছিল। মূলধন গতদিনের তুলনায় ০.০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ভলিউম ১৬ শতাংশ এবং টার্নওভার ৪২ শতাংশ বেড়েছে। ১৯টি সেক্টরের মধ্যে ১৫টি সেক্টরের বাজারমূলধন বৃদ্ধি পেয়েছে। চারটি সেক্টরের বাজার মূলধন হ্রাস পেয়েছে। ফ্লোর প্রাইসে ছয়টি শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে ৫২.৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৯.৬৮ শতাংশ। এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ১২.২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ৫১০.১১ পয়েন্ট দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি টাকা যা গত দিনের তুলনায় ৭৬ শতাংশ বেশি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা