১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাউয়েট ক্যাম্পাসে বিশ^ পরিবেশ দিবস পালন

-

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) পুরকৌশল বিভাগের সহযোগিতায় ন্যাচার অ্যান্ড এনভারমেন্ট ক্লাবের উদ্যোগে ‘বিশ^ পরিবেশ দিবস ২০২৪’ পালন করা হয়। গতকাল ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবনের প্লাজা প্রাঙ্গণে বিশ^ পরিবেশ দিবসের স্লোগান উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুজ্জামান। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বাউয়েট প্লাজা থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্লাজায় এসে শেষ হয়। এবারের বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় ছিল ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।’
প্রধান অতিথি বলেন, ‘আমাদেরকে বন উজাড়ের বিরুদ্ধে লড়াই করতে এবং বন পুনরুদ্ধারকে উন্নীত করতে অবশ্যই যার যার অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে। মানবজাতিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সবার আগে পরিবেশকে বাঁচাতে হবে।
প্রধান অতিথি র্যালি শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো: শওকত হুসেন, পিএসসি (অব:), রেজিস্ট্রার লে. কর্নেল শেখ সানি মোহাম্মদ তালহা (অব:), আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, অন্যান্য বিভাগের প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল