ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার
- ০২ জুন ২০২৪, ০০:০৫
ক্যান্সার প্রতিরোধ ও ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে সচেতনতা তৈরি করতে ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটের উদ্যোগে ও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি এবং গ্লোবাল ট্রাভেল-মেডিক্যাল ট্যুরিজমের সহযোগিতায় গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে ‘ক্যান্সারকে বোঝা এবং কিভাবে আমরা এটি মোকাবেলা করতে পারি’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের মূল বক্তা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েদারাল ইনস্টিটিউট অব মলিকুলার মেডিসিনের ক্যান্সার এবং ইমিউনোজেনেটিক্স ল্যাবরেটরির প্রধান স্যার ওয়াল্টার এফ বোডমার। তিনি তার অতুলনীয় দক্ষতা ও অভিজ্ঞতার সাথে ক্যান্সার বিকাশের জটিলতাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেন। তার ভাষণটি ক্যান্সার বিকাশের জটিলতাগুলোকে আলোকিত করে, কার্যকর চিকিৎসার কৌশলগুলোর জন্য সেলুলার মিউটেশনগুলো বুঝতে সহায়তা করে। তিনি কোলোরেক্টাল ক্যান্সারের জন্য বয়সের ঘটনা বক্ররেখার ওপর আলোকপাত করেছেন, ধূমপান এবং ডায়েটের মতো জীবনধারার কারণগুলোকে প্রতিরোধ ও ব্যবস্থাপনার প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ হিসেবে রেখাপাত করেছেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো: ফজলুল হকসহ বিশিষ্ট অতিথিদের আকর্ষক বক্তৃতাও ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা