গ্যাস বিল আদায়ে সোনালী ব্যাংকের সাথে তিতাসের চুক্তি
- ৩১ মে ২০২৪, ০০:০৫
তিতাস গ্যাসের প্রায় ২৯ লাখ গ্রাহকের গ্যাস বিল আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ঘরে বসেই সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে তিতাস গ্যাসের গ্রাহকরা তাদের গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো: আফজাল করিম ও বিশেষ অতিথি ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো: হারুনুর রশীদ মোল্লাহ্। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।