১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেভেন রিংস সিমেন্টের ঢাকা প্ল্যান্টের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

-

‘বন্ধন, বিজয়ের’ স্লোগানকে প্রতিপাদ্য করে সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল দেশসেরা ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্টের ডিলার কনফারেন্স। তিন দিনব্যাপী বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণ করেন ঢাকা প্ল্যান্টের ১৮০ জন পরিবেশক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন রিংস সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ; ভাইস চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ; ডিরেক্টর শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনাল, হংকং সাজ্জিদ জয় পাশা; ডিরেক্টর-শুন শিং পাওয়ার লিমিটেড সানজিদা কামাল পাশা; ডিরেক্টর-শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারশন্স সাইফ রহমান; শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি কাউসার আলম, চিফ মার্কেটিং অফিসার মো: হারুন-উর-রশিদ, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে, চিফ অপারেটিং অফিসার-প্যাকেজিং অ্যান্ড পাওয়ার কামরুল আহসান ও অন্যান্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement