পতনের আঘাতে চলছে পুঁজিবাজারে রক্তক্ষরণ
- বিশেষ সংবাদদাতা
- ২৭ মে ২০২৪, ০০:০৫
- দরপতনের শিকার ৮৫ শতাংশ কোম্পানি
- ডিএসইর সূচক গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্নে
অব্যাহত পতনের আঘাতে পুঁজিবাজারে রক্তক্ষরণ চলছেই। দিন যতই গড়াচ্ছে পরিস্থিতি আরো ভয়ানক রূপ নিচ্ছে। ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। লেনদেন হওয়া ৮৫ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দরপতনের শিকার হচ্ছে। টানা পতনে ৯ কর্মদিবসে ডিএসইর সূচক ৩৪৬ পয়েন্ট হারিয়েছে। সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। গতকাল রোববার সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। প্রতিদিনই ক্রেতাশূন্য প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। আশঙ্কাজনক হারে কমছে লেনদেন। বিনিয়োগকৃত পুঁজি রক্ষায় বিনিয়োগকারীরা কোনো পথ খুঁজে পাচ্ছে না। এই পতনের মধ্যেও শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি থেকে ৫-১০ শতাংশ পর্যন্ত মুনাফা পেয়েছেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা।
গতকালের লেনদেনে তথ্য থেকে জানা যায়, লেনদেনের সূচনা থেকেই বিক্রির চাপে ছিল পুঁজিবাজার। ১০ শতাংশ ক্রয়ের বিপরীতে বিক্রির চাপ ছিল ৯০ শতাংশ। ক্রেতার হাহাকার। এন শ্রেণীর শেয়ারের কোনো ক্রেতা ছিল না। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৫৪ পয়েন্ট কমে এখন পাঁচ হাজার ২৫০.৮৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৩.০৬ পয়েন্ট কমে এক হাজার ১৪৬.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৮৮৭১ পয়েন্টে। পতনের এই ধারা গত ৯টি কার্যদিবস থেকে। ডিএসইতে গতকাল ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৮০২টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ড হাতবদল হয়েছে ৩২৭ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৩৪৪ টাকায়। যেখানে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৯৭ লাখ টাকার। এ দিন ডিএসইতে ৩৮২টি কোম্পানি লেনদেনে অংশ নিলেও দর বেড়েছে ৩১ টির, কমেছে ৩২২টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির।
যে সাত কোম্পানি থেকে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে সেগুলো হলো- বিআইএফসি, নিটল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, এএফসি এগ্রো বাইওটেক, শমরিতা হাসপাতাল, লাভেলো আইস্ক্রিম এবং অ্যাকটিভ ফাইন। ডিএসইতে দর বৃদ্ধিতে এই সাত কোম্পানি এগিয়ে রয়েছে। এসব কোম্পানির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এ দিকে ডিএসইর ব্লক মার্কেটে গতকাল ৩৯টি কোম্পানির এক কোটি ১৬ লাখ ৮৩ হাজার ১৮৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড মোট ৫৭ কোটি ২১ লাখ ২২ হাজার টাকায় বেচাকেনা হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আট কোম্পানির। তবে লেনদেনে শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। কোম্পানিটির সাত লাখ সাত হাজার শেয়ার হাতবদল হয়েছে ১৪ কোটি চার লাখ ১০ হাজার টাকায়। এ ছাড়া ইউনিলিভার কনজ্যুমারের ৬১ হাজার ৬২৫টি শেয়ার হাতবদল হয়েছে ১৩ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকায়। লাভেলো আইসক্রিমের ৮ কোটি ছয় লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ১১ লাখ টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম, ইউনিলিভার কনজ্যুমার, লাভেলো আইসক্রিম, স্ট্যান্ডার্ড ব্যাংক, শমরিতা হসপিটাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ স্টিল এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। অন্য পাঁচটি কোম্পানির মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকরে চার কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকার, শমরিতা হসপিটালের তিন কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকার, এশিয়াটিক ল্যাবরেটরিজের দুই কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকার, বাংলাদেশ স্টিলের এক কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এক কোটি ৫৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) গতকাল সবগুলো সূচকই গড়ে ১০০ পয়েন্টের বেশি হারে হারিয়েছে। সিএএসপিআই ১৭০.৪০ পয়েন্ট, সিএসসিএক্স ১০১.৯১ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১০৪.৮০ পয়েন্ট হারিয়েছে। ২৯ লাখ দুই হাজার ৬৯৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে আট কোটি ৩০ লাখ ৭০ হাজার ৯৩০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৯ কোটি এক লাখ টাকা। লেনদেন কমেছে প্রায় ৬১ কোটি টাকা। সিএসইতে ২২১টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, দর কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা