১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিপিএমসিএর আলোচনাসভা অনুষ্ঠিত

-

বিপিএমসিএর উদ্যোগে গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন এবং ভর্তি প্রক্রিয়ায় চলমান শিক্ষার্থী সঙ্কটের চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের হাসপাতালের ডাক্তারদের কোয়ালিটি ভালো। হাসপাতালের ওপর মানুষের আস্থা আনতে হবে, কম্পিটিশন বাড়াতে হবে। চিকিৎসা ক্ষেত্রে কোয়ালিটি বাড়লে মানুষ এমনি প্রতিদান দিবে।
বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এম এ মুবিন খান বলেন, বেসরকারি মেডিক্যাল কলেজ সেক্টর ধ্বংস করার নীলনকশা করা হয়েছে। মনে রাখতে হবে প্রতিষ্ঠান গড়া কঠিন, ধ্বংস করা সহজ।
আলোচনায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দ ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা, সাবেক মুখ্য সচিব, আব্দুল করিম, অধ্যাপক জামালুদ্দিন, সাচিবের সভাপতি, বিশ্ব ব্যাংকের সাউথ আফ্রিকার, হেড অব এডুকেশন, ড. মোখলেসুর রহমান, বিপিএমসির সাধারণ সম্পাদক, ড. আনোয়ার হোসেন খান, এমপি, ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, চেয়ারম্যান, ড. শাহ মো: সেলিম, সংগঠনের সাবেক সভাপতি ডা: মোয়াজ্জেম হোসেন, সংগঠনের কোষাধ্যক্ষ হাবিবুল হক, পপুলার মেডিক্যাল কলেজ- চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ অধ্যক্ষ ডা: মো: আফিকুর রহমান, সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: রিফায়েতউল্লাহ শরীফ, মুন্নু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিনিধি অধ্যাপক আখতারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান সাইমুম সাইরাস, সহসভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, অধ্যাপক ডা: রওশন আরা বেগমসহ প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement