১৭ জুন ২০২৪
`

‘স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’ পেল আইবিসিএমএল

-

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল) দেশের পুঁজিবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রদত্ত ‘‘স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’’ লাভ করেছে। বুধবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএসইসি আয়োজিত ‘‘পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপির নিকট থেকে আইবিসিএমএলের চিফ কো-অর্ডিনেটর ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএসএ পুরস্কার গ্রহণ করেন। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এমপি। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আবদুর রহমান খান, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. রুমানা ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধŸতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement