সাউদার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত
- ২২ মে ২০২৪, ০০:০৫
ই-বিজনেস ধারণাকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৪। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে একাডেমিক কোর্সের অংশ হিসেবে সোমবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান এবং বিচারক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল হক, (ফাউন্ডার, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ), তানভীর শাহরিয়ার রিমন, (সিইও, রেনকম রিয়েল এস্টেট এন্ড সি ফিসিং)। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান শাকিনা সুলতানা পমি, মেলার সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক রেহনুমা সুলতানা খান, বিভাগের শিক্ষকরাসহ শিক্ষার্থীরা। সকালে মেলার উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. ইসরাত জাহান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা