দেশেজুড়ে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ট্রাকসেল কার্যক্রমের শুভ উদ্বোধন
- ১৭ মে ২০২৪, ০০:০৫
‘বসুন্ধরার পণ্য ভোক্তার জন্য’ এই স্লোগানে দেশের ৬৪টি জেলার ১০০ টি স্পটে ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার্স-২ এ কার্যক্রম উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। লাইভ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৬৪টি জেলার ১০০ টি স্পটকে ডিজিটালভাবে সংযুক্ত রেখে ট্রাকসেল কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
এই সময় ক্যাপ্টেন শেখ এহসান রেজা (চিফ হিউম্যান রিসোর্স অফিসার) এমএম. জসীম উদ্দীন, (সিওও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) আব্দুস শুক্কুর, সিওও, (সাপ্লাই চেইন ডিভিশন্স) বেলাল হোসেন (চিফ ফিন্যান্সিয়াল অফিসার) রেদোয়ানুর রহমান, (হেড অব সেলস) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, ডেপুটি ডিরেক্টর আতিয়া সুলতানা ও আফরোজা রহমান, সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মণ্ডল ও মো: শাহ আলমসহ বসুন্ধরা গ্রুপ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ডিজিটাল মাধ্যমে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগের ডেপুটি ডিরেক্টর, অপূর্ব অধিকারী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, এ ছাড়া কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন ভোক্তা অধিকারের ডেপুটি ডিরেক্টর বিকাশ চন্দ্র সাহা ও মাসুম আরেফিন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা