১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে মানিলন্ডারিং প্রতিরোধে কর্মশালা

-

গত সোমবার বিকালে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এ মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ পরিপালনবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কো¤পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোহাম্মদ সেলিম কর্মশালায় সভাপতিত্ব করেন। ঢাকার বাইরের সকল শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা এবং প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় পরিপালন ইউনিটের সব সদস্য প্রশিক্ষণ কর্মশালায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় পরিপালন ইউনিটের সদস্যসচিব শামসুদ্দীন আহমেদ কর্মশালা পরিচালনা এবং বীমা কোম্পানিতে মানিলন্ডারিংয়ের ঝুঁকি ও প্রতিরোধের উপায় সংক্রান্ত নোট উপস্থাপনসহ আলোচনা করেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা শাখাগুলো যাতে মানিলন্ডারিংয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহারিত হতে না পারে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement