চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ১২ ডাকাত আটক
- চট্টগ্রাম ব্যুরো
- ১৫ মে ২০২৪, ০১:৩৪
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা হতে ১২ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার মধ্যরাতে তাদের আটক করা হয়। তারা হলেন- মো: সালাউদ্দিন, মো: আনোয়ার হোসেন, কামাল হোসেন, মো: ইমন, মো: আবু তাহের, মো: ইসলাম, মো: ফয়সাল, মো: রাজু, সিরাতুল মুসতাকিম, পিয়াস মণ্ডল, মো: আলমগীর এবং মো: আরিফ।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: সিয়াম-উল-হক নয়া দিগন্তকে বলেন, গোপন সূত্রে জানতে পারি একদল ডাকাত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় বিদেশী জাহাজে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিসিজি বেইস চট্টগ্রামের একটি দল ছদ্মবেশে কয়েকটি বোটে বহির্নোঙর এলাকায় অবস্থান করে। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বহির্নোঙর থেকে আনুমানিক দুই মাইল উত্তর পূর্বে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সঙ্কেত দেয়। তবে বোটে থাকা ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে উত্তাল সাগরে ১ ঘণ্টা ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। এ সময় বোটটি তল্লাশি করে ১২ ডাকাত আটকসহ ১১টি রামদা, একটি করাত, একটি শাবল এবং ১২টি মোবাইল জব্দ করা হয়।