সাউদার্ন ইউনিভার্সিটিতে ইইই ফেস্ট অনুষ্ঠিত
- ১৫ মে ২০২৪, ০১:৩৪
উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ইইই ফেস্ট-২০২৪। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ‘সাউদার্ন ইইই ক্লাব’-এর যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার আরেফিন নগরে বিশ্ববিদ্যালযের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, ইইই বিভাগের শিক্ষক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, ইইই বিভাগের প্রধান ফাহমিদা শারমিন জুঁই, ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা