১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন কুষ্টিয়ার শিক্ষক এনামুল

-

দেশব্যাপী উৎসবের আমেজে চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এর আওতায় সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন কুষ্টিয়া ভেড়ামারার ধরমপুর শিশু অ্যাকাডেমির শিক্ষক এনামুল হক। ওয়ালটন ফ্রিজ কিনে এক লাখ টাকা ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি এনামুলের পরিবার। ক্যাশ ভাউচারের বিপরীতে ওয়ালটন শোরুম থেকে ওয়াশিং মেশিন, এলইডি টিভি, ফ্যানসহ ঘরভর্তি পণ্য নিয়েছেন এনামুল।
গত বুধবার উপজেলার গোডাউন মোড়ে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সানরাইজ এন্টারপ্রাইজ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এনামুল হকের হাতে এক লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০-এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement