নতুন কাস্টমস আইন নিয়ে চট্টগ্রাম চেম্বারে কর্মশালা কার্যকর ১ জুলাই থেকে
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ মে ২০২৪, ০০:০৫
চট্টগ্রাম চেম্বার এবং কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর যৌথ আয়োজনে নতুন কাস্টমস আইন, ২০২৩ এর পরিচিতি শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। কর্মশালায় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানের সভাপতিত্বে আইনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম-কমিশনার কামরুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে চেম্বার পরিচালক এ কে এম আক্তার হোসেন, অঞ্জন শেখর দাশ ও মাহফুজুল হক শাহ, রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ, লুব-রেফ’র এমডি মোহাম্মদ ইউসুফ বক্তব্য রাখেন। কর্মশালায় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান, উপ-কমিশনার রোখসানা খাতুন, চেম্বার পরিচালক মাহবুবুল হক মিয়া ও ওমর মুক্তাদির উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, সরকার আমদানি-রফতানি, ব্যবসার সুযোগ-সুবিধা বৃদ্ধি, নতুন নতুন শিল্পায়ন ও রাজস্ব আহরণ পদ্ধতি যুগোপযোগী এবং বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে কাস্টমস আইন ২০২৩ প্রণয়ন করে। আইনটি কার্যকর করার আগে ব্যবসায়ীদের মতামত গ্রহণ ও অবহিত করার জন্য এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, নতুন এই আইনটির অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যবসায়ীদের কস্ট অব ডুয়িং বিজনেস কমানো এবং আর্থিক শৃঙ্খলা ও রাজস্ব আদায়ে গতিশীলতা আনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা