ইবিএল-ল্যাভেন্ডার পে-রোল ব্যাংকিং চুক্তি
- ০৮ মে ২০২৪, ০০:০৫
সম্প্রতি রাজধানীতে ইবিএল প্রধান কার্যালয়ে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেন। এম. খোরশেদ আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং টিডি পাকির, প্রধান নির্বাহী কর্মকর্তা, ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর চুক্তির অধীনে ল্যাভেন্ডারের এমপ্লয়ীরা ইবিএল থেকে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, ঋণ, বিভিন্ন অগ্রাধিকারমূলক ব্যাংকিং সুবিধা ভোগ করবেন। ল্যাভেন্ডার ঊইখঈড়হহবপঃ ডিজিটাল পোর্টাল ব্যবহারের সুবিধাও পাবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান ও ২৪ ঘণ্টা করপোরেট পেমেন্ট করা যাবে। সৈয়দ জুলকার নায়েন, হেড অফ বিজনেস, ত্রিশা তাকলিম, পে-রোল ব্যাংকিং প্রধান, ইবিএল; মো: জিয়াউল হক, ক্যাটেগরি ম্যানেজার ও আব্দুল মতীন তারেক, মার্কেটিং ম্যানেজার, ল্যাভেন্ডার এসময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা