অগ্রণী ব্যাংকের নতুন ডিএমডি তাহমিনা আখতার
- ২৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ২৫ এপ্রিল যোগদান করেছেন তাহমিনা আখতার। ২৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো: জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অগ্রণী ব্যাংকে তাকে পদায়ন করা হয়। এখানে যোগদানের আগে তিনি রূপালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তাহমিনা আখতার ১৯৯৮ সালে বিআরসির মাধ্যমে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে যোগদান করেন। চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি রূপালী ব্যাংকে বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের সংস্থাপন ও কল্যাণ বিভাগ, অডিট ও ইন্সúেকশন বিভাগ, অর্থ প্রশাসন বিভাগ এবং হেড অব ট্রেজারি হিসেবে ট্রেজারি বিভাগে কাজ করেন। এ ছাড়াও রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রিন্সিপাল ও জেনারেল ম্যানেজার হিসেবে এবং বিভাগীয় প্রধান হিসেবে বিভাগীয় কার্যালয় বরিশাল ও ঢাকা উত্তর বিভাগে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকিং তহবিল ব্যবস্থাপনা ও বৈদেশিক ডিলিং ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহমিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)-এর একজন সম্মানিত ডিপ্লোমেট অ্যাসোসিয়েট। তিনি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিসর ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ ভ্রমণ ও ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
তাহমিনা আখতার ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সেখদী গ্রামে। তার স্বামী প্রফেসর ড. মো: আলী নূর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রো-ভিসি হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা