১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্রেতার চাপ দ্বিগুণ শেয়ার বিক্রেতা কম

-

- ব্যাংক, সিরামিকস ও আইটিসহ ৬ খাত লোকসানে
- ডিএসইর বাজারমূলধন ফিরেছে ০.২০ শতাংশ

দুদিন ধরে দেশের পুঁজিবাজার ইতিবাচক পথে রয়েছে। ফিরে পেয়েছে প্রায় একশ পয়েন্ট। সে কারণে ফিরেছে বাজারমূলধনের ০.২০ শতাংশ। শেয়ার কেনার চাপ দ্বিগুণ থাকলেও বাজারে বিক্রি বা শেয়ার ছেড়ে দেয়ার চাপটা গতকাল শেষ কার্যদিবসে তেমন ছিল না। ৩৩ শতাংশ বিক্রির চাপের বিপরীতে কেনার চাপ ছিল ৬৭ শতাংশ। মানে বাজারে এখন কেউ শেয়ার বিক্রি করতে ছাড়ছে না। বাজার ঊর্ধŸমুখিতায় ১৯টি খাতের মধ্যে ১৩টি খাতই গতকাল লাভে ছিল। ব্যাংক, সিরামিকস, প্রকৌশল, আইটি, চামড়াসহ ছয়টি খাত লোকসানে ছিল। এদিকে, কোনো কারণ ছাড়াই শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বাড়ছে বলে ডিএসইকে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনে শুরুর পনের মিনিটের মাথায় সূচক থেকে পয়েন্ট খোয়া যায়। পতনের এ ছোবল বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। পৌনে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স, ডিএসই-৩০ ও শরীয়াহ সূচক দিনের সর্বনি¤েœ ছিল। এরপর সূচক বাড়তে শুরু করে। দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৮০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। লেনদেন শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। এতে দিনের লেনদেন শেষে ৩৯৭টি কোম্পানির মধ্যে ডিএসইতে দাম বৃদ্ধির তালিকায় স্থান পায় ২২২টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১১৩টি প্রতিষ্ঠানের। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭৯৬.১২ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪.৯২ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৯.২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৬.৪০ পয়েন্টে উঠে এসেছে।
ডিএসইতে গতকাল মোট ১৪ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৫৮৩টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ড বেচাকেনা হয়েছে ৪৩৬ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকায়। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকার। ফলে লেনদেন টাকায় দুই কোটির বেশি হয়েছে।
ব্লক মার্কেটে ৫৪.৩৩ কোটি টাকার ট্রেড : এদিকে ডিএসইর ব্লক মার্কেটে গতকাল ৩৭টি কোম্পানির এক কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৯১৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৫৪ কোটি ৩৩ লাখ ৫২ হাজার টাকা বাজারমূল্যে। তবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের ৯০ লাখ শেয়ার মোট ১৯ কোটি ৩৪ লাখ টাকায়। এ ছাড়া পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৪ লাখ টাকারও বেশি। এ পাঁচ কোম্পানির মধ্যে ফাইন ফুডসের ৯ কোটি ২০ লাখ ৬৭ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার টাকার, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৫১ লাখ ১৯ হাজার টাকার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৫১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ই-জেনারেশনের ২ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৭২ লাখ ৪ হাজার টাকার, বাংলাদেশ স্টিলের ৮৯ লাখ ৯০ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ৭৬ লাখ ৬২ হাজার টাকার এবং মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৭৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৪.৪০ পয়েন্ট, সিএসসিএক্স বেড়েছে ৫৩.১৯ পয়ে এবং সিএসই-৩০ সূচক বেড়েছে ৩৪.১৮ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ৩৭ লাখ ৩৪ হাজার ৩২৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ১৪ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৩৬ টাকায়। আগের দিন লেনদেন হয় ৯ কোটি ৫৯ লাখ টাকা।
কারণ ছাড়াই বাড়ছে শাইনপুকুরের শেয়ারদর : তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেড তাদের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। গতকাল ডিএসই এ তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দর বাড়ছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা। বুধবার (৩ এপ্রিল) তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা। এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল