ছওয়াবের উদ্যোগে উলিপুরে সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য বিতরণ
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ’ (ছওয়াব) এর উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় থেঁতরাই ইউনিয়নের কিশোরপুর স্কুল মাঠে সুবিধাবঞ্চিত ৩৫০ টি পরিবারের মাঝে রমাদান ফ্যামিলি ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। এই ফুডপ্যাকে ২৫ কেজি চাল, চার কেজি আটা, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক কেজি ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা, এক কেজি পেঁয়াজ, এক কেজি রসুন এবং একটি ফ্যামিলি সাইজ নুডুলসের প্যাকেট ছিল। গত ২৮ মার্চ এই খাদ্য বিতরণ করা হয়।
উক্ত রমাদান ফ্যামিলি ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিমাই সিংহ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর হাসান শামু, বিশিষ্ট সমাজসেবক, শাহ আজিজুর রহমান তরুণ, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোলাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদ ও অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ছওয়াবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মাদ আফতাবুজ্জামান, ডিরেক্টর অপারেশন্স, লোকমান হোসাইন, প্রোগ্রাম ম্যানেজার। এ সময় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিরা সরকারের পাশাপাশি ছওয়াব-এর বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজের প্রশংসা করে ছওয়াবের জন্য শুভ কামনা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা