১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন

-

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের স্কুল শাখা ‘মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল’। আত্মত্যাগের বীরত্বগাথা মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল গৃহীত কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক দেয়াল পত্রিকার প্রদর্শন, বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল ডিয়াবাড়ি ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব:) নুরন্ নবী, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান, প্রধান শিক্ষক খাদিজা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement