জনতা ব্যাংকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার জনতা ব্যাংক পিএলসির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান এবং এমডি অ্যান্ড সিইও মো: আবদুল জব্বার ব্যাংকের প্রধান কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জনতা ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ব্যাংকের কমিটি রুমে এমডি অ্যান্ড সিইও মো: আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি এবং পরিচালক, কে এম সামছুল আলম, মো: আবদুল মজিদ, মোহাম্মদ আসাদ উল্লাহ ও ডিএমডি মো: গোলাম মরতুজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা