১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যালয় উদ্বোধন

-

উচ্চশিক্ষার মানোন্নয়নের সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। সবারই এই সুযোগ গ্রহণ করা উচিত- বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। গত সোমবার দুপুরে রাজধানীর মহাখালীর গ্রিন ডেল্টা এইমস টাওয়ারে নবগঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মতপ্রকাশ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বিকল্প নেই। তিনি সরকারের পক্ষ থেকে এই কাউন্সিলকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ উচ্চশিক্ষার মানোন্নয়নে এই কাউন্সিল যথাযথভাবে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়াও ইউজিসির সাবেক চেয়ারম্যান, এমিরেটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী তার বক্তব্যে এই নব প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সার্বিক সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement