০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ইডিইউতে হেপাটাইটিস ই সচেতনতা বিষয়ক কর্মশালা

-

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত ব্লাড ক্যাম্পেইন ও হেপাটাইটিস ই সচেতনতা বিষয়ক কর্মশালায় প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইডিইউ পরিবারের সবার ব্লাড গ্রুপের ডাটাবেজ তৈরি করা এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য। ইডিইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিশ^বিদ্যালয়ের প্রত্যেকের ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে ডাটাবেজ তৈরির কাজ করা হয়। চট্টগ্রাম ব্লাড ব্যাংকের সহযোগিতায় এতে প্রায় ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ হয়।এ দিন হেপাটাইটিস ই সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএসটিসির ডা: মরিয়ম নাহুজা এ কর্মশালা পরিচালনা করেন। তিনি বলেন, হেপাটাইটিস ই একটি ভাইরাস বাহিত রোগ। পানি বা খাবারের মাধ্যমে এ রোগ ছড়ায়। মানুষের যকৃতে (লিভার) মারাত্মক ক্ষতি করার ক্ষমতা আছে এই ভাইরাসের। এতে উপস্থিত ছিলেন ইডিইউর ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো: নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement