কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ববিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বরিশাল ব্যুরো
- ০১ জুলাই ২০২৪, ২১:৫৮, আপডেট: ০২ জুলাই ২০২৪, ১৬:৩৮
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সকল কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান।
সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ববির প্রধান গেটে বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ।
বক্তারা বলেন, ‘কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাকরি প্রাপ্তি নিয়ে হতাশা দেখা দিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো চাকরি প্রার্থীর সাথে বৈষম্য মেনে নেয়া হবে না। যদি অবিলম্বে প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা বাতিল না করা হয় তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা