কাঠালিয়ায় সাপের কামড়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু
- কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ২৯ জুন ২০২৪, ১৭:২৩
ঝালকাঠির কাঠালিয়ায় সাপের কামড়ে মুদি ব্যবসায়ী মো: সেলিম আকনের (৫৮) মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় সেলিম আকনকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
সেলিম আকন উপজেলার বাশঁবুনিয়া গ্রামের মরহুম আ: ছত্তার আকনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম ফোরকান সিকদার।
স্থানীয় ইউপি সদস্য মো: নকিরুল ইসলাম জানান, উপজেলার তালতলা বাজারের মুদি দোকান্দার মো: সেলিম আকন প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যার পর এক ক্রেতাকে সদয় (মালামাল) মেপে দিতে গিয়ে পলিথিন আনতে যান। এ সময় একটি বিষক্ত সাপ তার হাতে কামড় দিয়ে চলে যায়।
বাজারের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া হাসপাতালে) নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন সরকার জানান, বিষয়টি শুনিছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা