১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেয়র প্রার্থীর থেকে ঘুষ নেয়ার অভিযোগে গৌরনদীতে প্রিজাইডিং অফিসারসহ গ্রেফতার ৪

- ছবি : নয়া দিগন্ত

বরিশালের গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার প্রতিদ্বন্ধী প্রার্থী মোবাইল প্রতীকের প্রার্থীর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টায় তাদের গ্রেফতার করা হয়।

বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী জানান, ‘ভোটের আগের দিন রাতে প্রতিদ্বন্ধী এক প্রার্থীর পক্ষ থেকে ঘুষ নেয়ার অভিযোগে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মো: সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগের ব্যাপারে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো: সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোবাইল প্রতীকের প্রার্থী এইচ এম জয়নাল আবেদীনের পক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন মুন্সী কিছু লোকজন নিয়ে কেন্দ্রে আসে এবং আমাকে টাকার একটি প্যাকেট দেয় কিন্তু আমি তা গ্রহণ করিনি। পরক্ষণে ওই প্যাকেটটি সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন রেখে দেন।’

অভিযোগের ব্যপারে সহকারী প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো টাকা নেইনি প্রিজাইডিং অফিসার নিয়েছেন। অন্যদিকে, টরকী ভিকোটারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ নম্বর বুথের দায়িত্বরত পোলিং অফিসার ও গৌরনদী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম নিজেই নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে হাতে নাতে তাকে ধরে ফেলেন বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী। এ সময় তাকেও গ্রেফতার করা হয়।’

গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মো: সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ

সকল