১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মির্জাগঞ্জে প্রথম আ’লীগের ২ গ্রুপের পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মির্জাগঞ্জে প্রথম আ’লীগের ২ গ্রুপের পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী পালন - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে এই প্রথমবার উপজেলা আওয়ামী লীগের দু'টি গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে দিয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর একটি অংশ এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে আরেকটি অংশ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ নিয়ে উপজেলা ও তৃণমূল আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে।

সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতহার উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন জুয়েলের নেতৃত্বে একটি অংশ আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পালন করে। এই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুচ আলী সরদার, যুগ্ম-সম্পাদক বাবু সুবল চন্দ্র দেবনাথ, মো: বাবুল মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল আহম্মদ, মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: নিজাম হাওলাদারসহ ছাত্রলীগের একাংশ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইসমাইল হোসেন মৃধার নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইসলাম হোসেন মৃধা। এছাড়া সহ-সভাপতি আব্দুল বারেক শিকদার, সহ-সভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন খান, মো: মতিউর রহমান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুল আজিজ মল্লিক, মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: গাজী শাহিন,
মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগের সদস্য মো: মাসুদ রানা জালাল জমাদ্দার, মজিদবাড়িয়া ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবদুল খালেক মৃধা, উপজেলা শ্রমীকলীগের সাবেক সভাপতি মো: ফারুক খান, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মো: আবু জাফর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রাকিব মৃধাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। স্বাধীনতা ঘোষণা করার পর থেকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ' নাম ব্যবহার শুরু হয়। সেই থেকেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী বলেন, মির্জাগঞ্জে এই প্রথম আওয়ামী লীগের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে এবং তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে এসব কর্মসূচি পালন করেছেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের মধ্যে বিভক্ত হওয়ায় বিএনপির সুবিধা নিতে পারে। বিএনপি নেতা-কর্মীরা যাতে সুবিধা নিতে পারেন না পারে সেই লক্ষ্যে কিছুদিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ বসে সবকিছু সমাধানের চেষ্টা করা হবে এবং আমাদের মধ্যে এ ভুল বুঝাবুঝি থাকবে না বলে মনে করেন দলের সাধারণ সম্পাদক।

অপরপক্ষের নেতৃত্বে দেয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ইসমাইল হোসেন মৃধা বলেন,
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলের মধ্যে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এখানে জাতীয় পার্টির এমপি রয়েছেন। যার কারণে আওয়ামী লীগের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে চায়। যাতে জাতীয় পার্টি এখানে শক্ত অবস্থানে যেতে পারে।
কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা হতে দেবে না। উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা জাতীয় জাতীয় পার্টির নেতা-কর্মীরাও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীকে) প্রচারণা চালিয়েছেন। কিন্তু তারা জয়লাভ করতে পারেননি।

তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মিটিং করে আমাদেরকে অবহিত না করে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের সমার্থন দেন। ফলে আমিসহ প্রায় উপজেলা আওয়ামী লীগের ৪০ জন নেতা-কর্মী তিন বারের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যানকে সমার্থন করে প্রচারণা শুরু করি।
কিন্তু আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে নেতাকর্মীর ঢল নেমেছিল।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল