তালতলীতে অটোরিকশার চাপায় ব্যবসায়ী নিহত
- তালতলী (বরগুনা) সংবাদদাতা
- ২৩ জুন ২০২৪, ১৮:৩০
বরগুনার তালতলীতে অটোরিকশার চাপায় নূরু জোমাদ্দার (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নূরু জোমাদ্দার উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার মৃতু সুলতান জোমাদ্দারের ছেলে।
জানা গেছে, নূরু জোমাদ্দার তার নিজ বাড়ি থেকে হেঁটে তালতলী বাজারে যাচ্ছিল। বাড়ি থেকে কিছু দূরে যেতে না যেতেই হটাৎ একটি অটোরিকশা পেছন থেকে তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলে ওই অটোরিকশাচালক তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যায়। তালতলী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃতু ঘোষণা করলে তাৎক্ষণিক অটোরিকশা রেখে চালক পালিয়ে যান। চালককে কেউ শনাক্ত করতে পারেনি।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজনিন জাহান বলেন, নুরু জোমাদ্দারকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
তালতলী থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম খান বলেন, নূরু জোমাদ্দার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নূরু জোমাদ্দারকে চাপা দেয়া একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ব্যাটারিচালিত অটোগাড়িটি জব্দ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা