উপকূলের জনজীবনে কষ্টের ছাপ তবুও মুখে হাসি
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ১৭ জুন ২০২৪, ২১:৪৯
কয়েক দিন আগেই উপকুলীয় এলাকা থেকে চলে গেছে ঘূর্ণিঝড় রেমাল। এ রেমালে অনেকের মাথাগোঁজার ঠাঁইটুকু হারিয়ে ফেলেছে। আবার অনেকের এখনো খোলা আকাশের নিচে বসবাস করছেন।
রেমালের এতো দিন অতিবাহিত হলেও ঘুড়ে দাঁড়াতে পারেনি তারা। এর মধ্যে কোরবানি তো তাদের কাছে শুধুই স্বপ্ন। নিজের ঘরের চুলো এখনো জ্বালাতে পারেননি অনেকে। তার মধ্যে বকুল বেগম অন্যতম। তিনি কোরবানির গোশত না পেলেও তার চুলো জ্বলবে না।
তাই কুরবানির গোশত দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে এমন খবর পেয়ে মুখ বেঁধে চলে আসেন বকুল। চোখে কষ্টের ছাপ রয়েছে। চোখ যেন পানিতে টলটল করে। শুধু বকুলই নয় সাফিয়া বেগম, মমতাজ, পারুল বেগম, লুৎফা বেগমসহ একাধিক নারীর চোখে পানি আর কষ্টের ছাপ। তাদের মধ্যে অধিকাংশই বিধবা বা স্বামী পরিত্যক্তা। সকলের চোখে পানি টলটল করলেও গোশত হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে। তাদের চোখে পানি থাকলেও মুখে হাসি।
কুরবানি এলেই এ দিনে এক টুকরো গোশতের জন্য বিত্তশালীদের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে থাকে অনেক দরিদ্র মানুষ। কিন্তু আজ ব্যতিক্রম। স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্রদের দুয়ারে গিয়ে তাদের হাতে গোশত পৌঁছে দেয়ায় তারা অনেক খুশি। প্রতি বছরের ন্যায় এ বছরও যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবি সংগঠন ‘সাদাকাহ’ ও জলবায়ু ও পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবি সংগঠন ‘পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন’র সমন্বয়ে বরগুনার পাথরঘাটায় এমন ব্যতিক্রম আয়োজন করে। আর আয়োজনের মাধ্যমে শতাধিক পরিবারের মাঝে কুরবানির গোশত দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- মানবিক নারী তাসলিমা রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন দৃষ্টি মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সোহাগ আকন, স্বপ্ন পুরন ফাউন্ডেশনের উপজেলা সভাপতি শোয়েব তাসিম, পাথরঘাটা পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, আমি নিজে ধন্য মনে করছি এ কারণে যে- এমন আয়োজন আমার ওয়ার্ডে। এ ওয়ার্ডের দুস্থদের মাঝে গোশত বিতরণ করা হয়েছে। যে পরিমাণ গোশত দেয়া হয়েছে তা পরিবারের সদস্যরা তৃপ্তি সহকারে খেতে পারবে।
সাদাকাহ'র প্রধান নির্বাহী মাওলানা শহিদুল্লাহ বলেন, সাদাকাহ ইউএসএ মূলত স্বেচ্ছাসেবী একটি সংগঠন। সবার সহযোগিতাকে তৃণমূলের অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করি আমরা। প্রতিবছরের মতো এবারো দেশের বিভিন্ন জেলা উপজেলার ১৬টি স্থানে দরিদ্র হতদরিদ্রদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা