মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত
- মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
- ১৬ জুন ২০২৪, ২০:০০
পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছেলে নিহত এবং বাবাসহ দুইজন আহত হয়েছেন।
রোববার (১৬ জুন) সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর এলাকায়।
নিহত ব্যক্তি সজল চন্দ্র নাটুয়া (৩০)। আহত হয়েছেন তার বাবা যাদব চন্দ্র নাটুয়া (৫৫) এবং রতন মাতুব্বর (৩৬) নামে অপর এক মোটরসাইকেল আরোহী।
আহত দু’জনকে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সজল চন্দ্র নাটুয়া বেসরকারি এনজিও আহসানিয়া মিশনের কর্মী ছিলেন এবং বরগুনায় চাকরি করতেন।
স্থানীয় ইউপি সদস্য মো: খন্দকার রাহাত জানান, উপজেলার কিসমতপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সজল তার বাবা যাদব নাটুয়াকে কিসমতপুর গ্রামের বটতলা নামক স্থানে নিয়ে আসতে যায়। এ সময়ে অপরদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসক সজলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠান এবং তার অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকা মেডিক্যালে রোববার সন্ধ্যায় সজলের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, সজলের বাবা খুব অসহায় ও গরিব মানুষ। পরিবারের দায়িত্ব ছিল ছেলে সজলের ওপর। সজলের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার আহত ব্যক্তি ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা গেছে। পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা