ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু
- পটুয়াখালী প্রতিনিধি
- ১২ জুন ২০২৪, ১৯:৪০
পটুয়াখালীতে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে মোহনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে পটুয়াখালী শহরের কলাতলা মোর-সংলগ্ন জেলা মডেল মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহনা পটুয়াখালী শহরের সিমুলবাগ এলাকার রাসেল মুন্সির মেয়ে। মোহনা এ বছর আব্দুল করিম মৃধা কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিমা নাসরিন কলেজছাত্রী মোহনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মোহনার বান্ধবী চাঁদনী আক্তার বলেন, আমরা আজ প্রাইভেট শেষে মুসলিম পাড়া থেকে চৌরাস্তা দিকে যাচ্ছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। কলাতলার কাছাকাছি গিয়ে মোহনার ওড়না অটোর (ইজিবাইকের) মোটরের সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। আমরা গলা থেকে দ্রুত ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পড়ে। এর পর সবাই মিলে ওরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম বলেন, ঘটনার পরপরই আমাদের পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া যায়। সুরাতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা