পাথরঘাটায় পাইপের মধ্যে ঢুকে শ্রমিকের মৃত্যু
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ১০ জুন ২০২৪, ২০:৪৩
বরগুনার পাথরঘাটায় ইটভাটার পাইপে ঢুকে মো: জসিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপধন এলাকায় এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিন উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি কুপধন এলাকায় আরএসবি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, সকাল থেকে জসিম ইটভাটার পাশেই বিষখালী নদীর পাড়ে কাজ করছিল। হঠাৎ জোয়ারের স্রোতে ইটভাটার পাইপে মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পর জসিমকে না পেয়ে অন্য শ্রমিকরা খোঁজাখুঁজি করে। এ সময় পাইপের মধ্যে তাকিয়ে পানির নাড়াচাড়ায় জসিমের লাশ দেখতে পায়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা