নিষেধাজ্ঞা অমান্য করায় ২ বরফ কল মালিককে জরিমানা
- কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
- ১০ জুন ২০২৪, ০৯:২৬
কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালানোর অপরাধে দু’টি বরফ কল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত ১২টার দিকে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার মাধ্যমে এ জরিমানা করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে আলীপুর মোল্লা আইস প্লান্ট ও কুয়াকাটা সি ফুডস লি:-এর মালিক মো: সাইফুল ইসলাম পান্না ও মো: জাহিদুল ইসলামসহ প্রত্যেককে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো: দেলোয়ার হোসেন বলেন, ‘চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে নৌ-পুলিশের নিয়মিত অভিযান চলছে চলবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা