দশমিনায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী)
- ০৫ জুন ২০২৪, ১৮:২২
পটুয়াখালীর দশমিনায় ডোবার পানিতে ডুবে মিনহাজ হোসেন নামের প্রায় তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ হোসেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের মো: কবির চৌকিদারের ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভাত খেয়ে বাসার সামনে উঠানে খেলাধুলা করতেছিল সে। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পশ্চিম পাশে ডোবার পানিতে পড়ে যায়। মিনহাজ হোসেনকে দেখেতে না পেয়ে পরিবারের চিৎকারে স্থানীয়রা বহু খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেখতে পায় ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দশমিনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বিষয়টা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা