১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে উজিরপুরে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে উজিরপুরে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার - নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তার নাম মাসুদ পারভেজ। তিনি সোনালি ব্যাংকের গুঠিয়া শাখার ব্যবস্থাপক।

এ তথ্য নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাখাওয়াত হোসেন।

ইউএনও শাখাওয়াত বলেন, ‘ওই কেন্দ্রের এক কক্ষের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন মাসুদ পারভেজ। ওই ভোট কক্ষের বুথের পর্দা ছোট করে দেয়ায় তাকে প্রত্যাহার করে অপর একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।’


আরো সংবাদ



premium cement