গৌরনদীতে তীব্র গরমে ৯ স্কুলছাত্রী অসুস্থ
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ০৫ জুন ২০২৪, ১৭:১৯
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি চলাকালীন এক শিক্ষার্থীর অসুস্থতার খবরে একে একে নয়জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রীদের প্রথমে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়ার পরে গুরুতর আহত তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।
হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক বিমল চন্দ্র ঘরামী জানান, প্রতিটা ক্লাসে জাতীয় সংগীত চলাকালীন নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল আক্তার অসুস্থ হয়ে পড়েন। এরপরে প্রাথমিকভাবে লাইব্রেরিতে নেয়া হলে একে একে নয়জন ছাত্রী আরো অসুস্থ হন। তাদের মধ্যে অষ্টম শ্রেণীর চারজন এবং নবম শ্রেণীর পাঁচজন।
আহত ছাত্রীদের অভিভাবকরা জানান, এলাকায় বিদ্যুৎ না থাকায় গরমের তাপদাহে তারা অসুস্থ হয়ে পারেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গৌরব মজুমদার বিক্রম বলেন, ‘প্রাথমিকভাবে আহত ছাত্রীদের যে সিমটম আমরা দেখতে পাচ্ছি বেশিভাগের শ্বাসকষ্ট। তাই তাদের প্রাথমিক অবস্থায় অক্সিজেন দেয়া হচ্ছে। পরবর্তীতে সমস্যা কী সেটা জানানো যাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা