বাকেরগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত
- বরিশাল ব্যুরো
- ০২ জুন ২০২৪, ১৬:১৮, আপডেট: ০২ জুন ২০২৪, ১৬:২৩
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা নেতারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন।
শুক্রবার বিকেলে দাড়িয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর দাড়িয়াল গ্রামে গাছচাপায় নিহত জালাল শিকদারের বাড়ি যান তারা।
ওই পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতের নেতারা। পরে উপস্থিত এলাকাবাসী ও পরিবারের সদস্যদের নিয়ে নিহতের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়া একই দিন জামায়াত নেতারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মুন্সির হাট এলাকার আজিজিয়া নুরানি হাফিজিয়া মাদরাসা ও মিরমদন হামেদিয়া জামে মসজিদ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানগুলো সংস্কারে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক ডক্টর এস এম মাহফুজুর রহমান। আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, সাবেক ছাত্রনেতা ও পেশাজীবী সংগঠন আইবিডব্লিউএফ বরিশাল মহানগরীর সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম, দাড়িয়াল ইউনিয়ন সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি মাস্টার জহিরুল ইসলাম শিকদার, উত্তমপুর মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল হক, ফরহাদ হোসেন তাজ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা