১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাকেরগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে স্কুলছাত্রসহ ২ জন নিখোঁজ

বাকেরগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে স্কুলছাত্রসহ ২ জন নিখোঁজ - ছবি : নয়া দিগন্ত

বরিশালের বাকেরগঞ্জে পৃথক ঘটনায় নদীর পানিতে ডুবে স্কুলছাত্রসহ দুজন নিখোঁজ হয়েছে।

শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে বাকেরগঞ্জের দুধল মৌ গ্রামের পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্র হলো নবম শ্রেণির ফাহিম (১৪)। সে দুধল মৌ হাজী বাড়ি এলাকার বর্তমান বাসিন্দা ও শেখ হাসিনা সেনানিবাসের সার্জেন্ট মো: ফায়েকউজ্জামানের ছেলে।

আর অপরজন হলেন নিখোঁজ বৃদ্ধ আব্দুল করিম খান (৬৫) কবাই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মরহুম রত্তন আলী খানের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক যুবক দুপুর ২টার দিকে পায়রা নদীতে গোসল করতে নামে। আর ওই সময় স্রোতের টানে ফাহিম নিখোঁজ হয়। বন্ধু ওস্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে বিষয়টি ফাহিমের পরিবারকে জানায়। পরে সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালায়।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের সদস্য মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের ডুবুরিদল গিয়েছে, তবে রাত ৯ টা পর্যন্ত উদ্ধারের কোন খবর স্টেশনে আসেনি।

এর আগে সকাল ৭টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী খেয়াঘাট থেকে ট্রলারে উঠতে গিয়ে আব্দুল করিম খান নামের বৃদ্ধ পান্ডব নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার কলসকাঠী হাটে বাজার করার জন্য আব্দুল করিম খান নিজ বাড়ি থেকে রওয়ানা দিয়ে মাছুয়াখালী খেয়াঘাটে আসেন। সকাল ৭টার দিকে মাছুয়াখালী খেয়াঘাট থেকে রিজার্ভ ট্রলারে উঠতে গিয়ে পান্ডব নদীতে পড়ে যান তিনি।

স্থানীয়রা তাৎক্ষণিক খোঁজাখুজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

কবাই ইউপি চেয়ারম্যান জহিরুল হক বাদল সিকদার জানান, বৃদ্ধ করিম খানের নিখোঁজ হওয়ার পর প্রশাসনের সকলে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছেন। তাকে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, তবে এখনো তার কনো সন্ধান মেলেনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় ডুবুরিসহ বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য ও থানা পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে রোত ৯টা পর্যন্ত নিখোঁজ বৃদ্ধর সন্ধান মেলেনি। আর বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার আবুল খায়েরও রাত ৯টা পর্যন্ত উভয় ঘটনায় কোনো উদ্ধারের খবর নেই বলে জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল মুকসুদপুরে জাল টাকাসহ আটক ১ রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

সকল