১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাকেরগঞ্জে নদীতে পরে বৃদ্ধ নিখোঁজ

- ছবি : প্রতীকী

বরিশালের বাকেরগঞ্জে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পরে আব্দুল করিম খান (৬৫) নামের একজন বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

শনিবার সকাল ৭টায় উপজেলার নলুয়া ফেরিঘাটে এ ঘটনাটি ঘটে।

নিখোঁজ করিম খান কবাই ইউনিয়নের মাছুয়াখালি হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন নদীতে পরে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে করিম খান তার নিজ বাড়ি থেকে কলসকাঠি বাজারে যাচ্ছিলেন। পথে নলুয়া ফেরিঘাট থেকে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে যান। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement