ভেঙে গেল তেঁতুলিয়া বেড়িবাঁধ, ভেসে গেছে পুকুর-খামারের মাছ
- মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
- ২৮ মে ২০২৪, ২১:২৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়ার ভেড়িবাধঁ অবশেষে ভেঙে গেছে। সোমবার রাতে ঘূণিঝড় রেমালের প্রভাবে তেতুলিয়ার গঙ্গাপুর ও কুতুবা এলাকায় ভেড়িবাধেঁর কয়েকটি জায়গায় ভাঙ্গন দেখা যায়। ভেসে যায় পুকুর ও খামারের মাছ। জোয়ারের পানিতে মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়।
সরেজমিনে দেখা যায়, কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেড়ে যায়। এ সময় কুতুবা ও গঙ্গাপুর ইউনিয়নের নদী তীরবর্তী ভেড়িবাধঁ এলাকায় প্রচণ্ড পানির চাপ লক্ষ্য করা যায়। পাশাপাশি তেতুলিয়া নদীর সব চড়গুলো ডুবে এক মহা সমুদ্রে রুপান্তর হয়। এ সময় সিদ্দিক খনকার, টুটুল হাওলাদার, গাজী বাড়ি ও সামনেসহ তিন-চার জায়গায় দিয়ে বেড়িবাঁধ ভেঙে যায়।
এ সময় কুতুবা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: মতিন আমির বলেন, যেসব জায়গা দিয়ে ইরি স্কীম করার জন্য পানির লাইন সরবরাহ করেছিল। সেই জায়গা দিয়ে ভেড়িঁ পুরোপুরি ভেঙে যায়। বেড়িবাঁধের পূর্ব পাশে বাস করা মো: জামালও একই অভিযোগ করেন।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় দেখা যায়, নদী পাড়ে বসবাস করা নুরজাহান (৬৫) ও কয়সার গাজী (৭০) বাসা মাটির সাথে মিশে যায় ও মো: কবিরের ঘরের বেড়া নেই শুধু উপরের চাল আছে।
গঙ্গাপুর ৯ নম্বর ওয়ার্ডের হাসান বদ্দারের ঘরের চাল উড়ে গেছে। এ সময় তেতুলিয়ার জোয়ারের পানিতে সিদ্দিক খনকার বাড়ি, নুরুল ইসলাম হাওলাদার বাড়ি, কালু বেপারি বাড়ি, গাজী বাড়ি, খায়গো বাড়ি, কয়সর বেপারী বাড়িসহ কুতুবা, গঙ্গাপুর, জয়া, সাচড়া, মেঘনার জোয়ারের পানিতে বড়মানিকা, পক্ষিয়া, টবগী ইউনিয়নের শত শত বাড়ি প্লাবিত হয়। এ সময় লোকজন পাশ্ববর্তী স্কুল, মাদরাসা, সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়।
হাসিম মোল্লা, নান্নু, মিলন খা, গঙ্গাপুর ৮ নম্বর ওয়ার্ডের আ: রব ফরাজীর সহ বহু মানুষের শত শত পুকুর ও খামারের মাছ ভেসে যায়। এরমধ্যে সাচড়া ২ নম্বর ওয়ার্ড ৩৪ জন, সাচড়া ১ নম্বর ওয়ার্ড ৩২ জন, পৌর ৯ নম্বরের ১৬ জনের তালিকা পাওয়া যায়। খাল-বিলে নয়া জেলে মাছ ধরতে নেমে পড়েছে। জেলেদের জালে ধরা পড়ছে ছোট বড় পোনা মাছ।
মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: হুমায়ুন কবিরের টিম ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন এবং বলেন, আমরা দ্রত ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলে কার্যকর ব্যবস্থা নিব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা