বরিশালের বিভিন্ন এলাকা প্লাবিত
- বরিশাল ব্যুরো
- ২৬ মে ২০২৪, ২০:২৭
ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে বরিশাল নগরীর নিম্নাঞ্চলসহ গুরুত্বপূর্ণ একাধিক সড়ক প্লাবিত হয়েছে। এ কারণে পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে নগরীর অসংখ্য মানুষ।
এছাড়া নগরীর বেশ কিছু প্রধান সড়কে নদীর পানি উঠে যাওয়ায় পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছে।
সরেজমিন দেখা যায়, নগরের রূপতলীর জিয়ানগর, খ্রীস্টানপাড়া, পলাশপুর, বেলতলা, মোহাম্মদপুর, রসুলপুর, দক্ষিণ রূপাতলী, ভাটিখানা, কাউনিয়া, প্যারারা রোড, সদর রোড, কেডিসি, ত্রিশ গোডাউন, দপদপিয়া, কালিজিরা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের ঘরে পানি উঠে যাওয়ায় তারা ঘরবন্দি রয়েছে। এসব এলাকার গুরুত্বপূর্ণ একাধিক সড়ক চলে গেছে পানির নিচে।
বরিশাল নগরীর রসূলপুরের বাসিন্দা আবদুর রহমান বলেন, ঝড় শুরুর আগেই নদীর পানি ঘরে উঠে গেছে। স্ত্রী-সন্তান নিয়ে চরম ভোগান্তি পড়েছেন বলে জানান তিনি। নগরীর বেলতলার বাসিন্দা রিপন বলেন, পানিতে বসতঘর-রাস্তাঘাট তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় জীবন কাটানো কষ্টকর হয়ে গেছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ আরশাদ আলী বলেন, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ০.১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জোয়ারের সময় এ পানি আরো বাড়তে পারে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা